শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

gautam gambhir pc

খেলা | নজরে এখন বোলিং, বদলে গিয়েছে দেশের ক্রিকেটের ছবি, গম্ভীর কৃতিত্ব দিলেন এঁদের

Rajat Bose | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ১২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: ব্যাটিং থেকে বোলিং, ফোকাস বদলে গিয়েছে দেশের। 


দীর্ঘদিন ধরে ব্যাটিং-প্রেমে মজে থাকা  জাতির নজর এখন বোলিংয়ের দিকেও। দেশের শ্বাসপ্রশ্বাসে বোলাররাও। তার কৃতিত্ব যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে দিচ্ছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে ভারত-বাংলাদেশের প্রথম টেস্টের বল গড়াচ্ছে। তার আগে ভারতের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। বুমরা, অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজারা  ভারতীয় ক্রিকেটের ছবিটাই বদলে দিয়েছেন। ভারতের বোলিং শক্তি এখন ভুবনবিখ্যাত। যে কোনও দলের রাতের ঘুম কড়ে নিতে পারেন বুমরা-সিরাজরা। প্রথম টেস্টের আগে গম্ভীর সাংবাদিক বৈঠকে বলেন, ''বুমরা, সামি, সিরাজ, অশ্বিন এবং জাদেজাকে আলাদা করে কৃতিত্ব  দিতেই  হবে। ওরাই দেশের নজর ঘুরিয়ে দিয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের দিকেও মুখিয়ে থাকে দেশ। বিশ্বের সেরা বোলার বুমরাহ। শুধুমাত্র পারফরম্যান্স নয়,উৎকর্যতার পিছনে নিরন্তর ধাওয়া করে যায় বুমরা। ওর সব থেকে ভালো দিক যেটা তা হল, ও বেশি করে টেস্ট ক্রিকেট খেলতে চায়। যে কোনও মুহূর্তে বুমরাহ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আশা রাখি এই সিরিজেও ও অতীতের মতোই পারফরম্যান্স তুলে ধরতে পারবে।'' 


একসময়ে প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান বলতেন, বোলাররাই ম্যাচ জেতায়। টিম ইন্ডিয়ার বোলিং শক্তি এখন বিশ্বমানের। এই বোলিং যে কোনও দেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে ভারতের হেড কোচের চেয়ারে পালাবদল ঘটেছে। রাহুল দ্রাবিড়ের পরিবর্তে গৌতম গম্ভীরের হাতে এখন দলের রিমোট কন্ট্রোল। তবে গম্ভীর জমানায় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজে ০-২-এ হার মেনেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার স্পিনাররা বিষ ঢেলেছেন। তাঁদের ভালো করে সামলাতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে শুরু হতে চলেছে নতুন একটা সিরিজ। গম্ভীর আশাবাদী, স্পিন-আক্রমণ সামলাতে  সমস্যা হবে না ভারতীয় ব্যাটারদের। 


ঘরের মাঠে অশ্বিন ও জাদেজার ভূমিকার কথা আলাদা করে উল্লেখ করেন গম্ভীর। ভারতীর দলের হেডস্যর বলছেন, ''টেস্টের যে কোনও দিনে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে অশ্বিন-জাদেজারা। আমাদের বোলিং শক্তি ২০টি উইকেট  নেওয়ার ক্ষমতা রাখে। অশ্বিন-জাদেজার প্রভাব অপরিসীম। বিশেষ করে ঘরের পিচে ওরা দুর্দান্ত।'' দুর্দান্ত বোলিং শক্তির অধিকারী টিম ইন্ডিয়া হলেও কপিলদেবের মতো পেস বোলিং অলরাউন্ডারের অভাব এ দেশে। তিরাশির বিশ্বজয়ী অধিনায়কের মতো প্রতিভা না থাকলেও 'গেল গেল' রব তোলার কিছু হয়নি বলেই মনে করেন গম্ভীর। তিনি বলছেন, ''কপিলদেবের মতো পেস বোলিং অলরাউন্ডার হয়তো নেই আমাদের। তবে অশ্বিন-জাদেজার মতো স্পিন অলরাউন্ডার রয়েছে দলে। ভারতের প্রথম শ্রেণির পরিকাঠামো বেশ শক্তিশালী। ভারতের মতো স্পিন অলরাউন্ডার অন্য কোনও দেশে নেই।'' 
পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকেই হারিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। ফুটছে বাংলার বাঘেরা। অন্যদিকে ১০ টেস্টের দীর্ঘ টেস্ট মরশুম শুরু করতে চলেছে ভারত। যার প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে।  গম্ভীরের দল তৈরি। সব মিলিয়ে বৃহস্পতিবার থেকে চেন্নাই জমজমাট।


##Aajkaalonline##Gautamgambhir##Pcbeforematch



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

রোহিত-বিরাটের উইকেট পেয়েও নেই কোনও বাড়তি সেলিব্রেশন, রহস্য ফাঁস হাসানের ...

মিনি ডার্বি জিতলেই খেতাব প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের...

মাঠে নামতে আর বাধা নেই, কেরালার বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে পারে আনোয়ারকে...

তারকাদের ব্যর্থতার দিনে অশ্বিনের শতরানের রহস্য কী? ...

টেস্ট শুরুর আগে কুলদীপকে অপহরণ? দুই তারকা ক্রিকেটারের ভিডিও ভাইরাল...

মোলিনাকে গো ব্যাক স্লোগান! পা দিয়ে রক্ত পড়ছিল, রেফারিং নিয়ে কী বললেন দিমিত্রি?...

একাধিক সুযোগ নষ্ট দিমিত্রিদের, এসিএলের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান...

ক্যান্সার কেড়ে নিল তারকাকে, বিশ্বফুটবলের নক্ষত্র সময়ের আগেই হারিয়ে গেলেন চিরতরে ...

পদ্মাপারে ক্রিকেট নিয়ে নেই উত্তাপ! ভারতে শেখ হাসিনা? প্রশ্ন নিয়েই ভারত জয় করতে মরিয়া বাংলাদেশ ...

ইউ টার্ন না পসন্দ, নিজের কোন সিদ্ধান্ত বদল করবেন না রোহিত? ...

দুই পেসার, তিন স্পিনার? কেমন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?...

মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাড়ল পুরস্কার মূল্য, কত টাকা পাবেন স্মৃতি-হরমনপ্রীতরা?...

টেস্টের প্রস্তুতির মাঝেই জন্মদিনের উৎসবে মাতলেন রোহিত-কোহলিরা...

ওদের মজা নিতে দিন, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ রোহিতের...

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা নয়, গম্ভীর এবং নতুন স্টাফ নিয়ে কী বললেন রোহিত? ...



সোশ্যাল মিডিয়া



09 24